বিয়ানীবাজার সংবাদ

আমেরিকার জ্যাকসন হাইটসে বিয়ানীবাজারের শিব্বির আ ট ক

বিয়ানীবাজার টাইমসঃ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহনের পর থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার চলছে ব্যাপক ধরপাকড়, শেষ খবর পাওয়া পর্যন্ত অবৈধ অভিবাসী সন্দেহে দেড় হাজারের মতো আটক হয়েছেন। বাংলাদেশী তিনজনের গ্রেফতারের খবর নিশ্চিত করা না গেলেও  বুধবার সকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এক বাংলাদেশী আটক করে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গনমাধ্যম টাইম টেলিভিশনে এক স্বজন সে তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ব্যাক্তির নাম শিব্বির আহমদ, তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়, সেখানে বসবাসরত বাংলাদেশীরা জানিয়েছেন, শিব্বির বিয়ানীবাজার এলাকার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া নওয়াগাও এর বাসিন্দা। সে ২০২২ সালে ব্রাজিল-মেক্সিকো হয়ে আমেরিকায় আসে বলে জানা গেছে। তার এ্যাসাইলাম আইডি থাকলেও তা ভ্রক্ষেপ করেনি সেখানকার প্রশাসন। তবে সেখানে থাকা বাংলাদেশীরা জানিয়েছেন যাদের মামলা চলমান তারা নিরাপদে থাকার কথা, তবুও সবাইকে সতর্ক হয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা।

এদিকে, গ্রেফতার আতংকে দিন কাটাচ্ছে কাগজপত্রবিহীন অনেক অভিবাসী, শংকা বাড়ছে ব্রাজিল হয়ে আমেরিকায় ঢুকা বাংলাদেশীদের মনে। কখন কি হবে এনিয়ে দুশ্চিন্তায় তারা, এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনরা। তার মধ্যে আতংক হয়ে দেখা দিয়েছে ডিপোর্ট, যাদের বৈধ কিছুই নেই তাদেরকে নিজ দেশী ডিপোর্ট করবে ট্রাম্প প্রশাসন। 

Back to top button