বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব ২৬ ও ২৭ জানুয়ারি

বিয়ানীবাজার টাইমসঃ নববর্ষ উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৯:৩০ ঘটিকা হতে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত এই প্রকাশনা উৎসবটি চলবে।
কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র-জনতাকে উক্ত নববর্ষ প্রকাশনা উৎসবে আমন্ত্রন জানিয়ে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা উৎসবটি আয়োজন করতে যাচ্ছি। যাতে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রকৃত কার্যক্রম বুঝতে পারে। শিবিরের আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে।
নববর্ষ প্রকাশনার পাশাপাশি উক্ত উৎসবে শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা কর্ণার ও বই পড়ার জন্য আলাদা কর্ণার থাকবে। এই উৎসবে স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট উপহারের ব্যবস্থা থাকবে।