সিলেট
সিলেটে অ সামাজিক কাজ, দুই তরুন তরুনী আ ট ক

টাইমস ডেস্কঃ সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১জানুয়ারি) রাত পৌণে ৮টার দিকে সিলেট নগরীর রাজারগলিস্থ হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তরুণ-তরুণী হলেন- সিলেটের গোয়াইনঘাটের পাইকরাজ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সালেহ আহমদ (২৩) ও নাসিমা (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিন সুরমা থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।