সিলেট

আল্লামা ইসহাক আল মাদানী আর নেই, জানাজা বাদ আসর আলীয়া মাঠে

বিশিষ্ট আলেম আল্লামা ইসহাক আল মাদানী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট আত্মীয় গোলাম হাদী সয়ফুল।আল্লামা ইসহাক আল মাদানী গতকাল রবিবার শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভর্তি হয়ে ছিলেন।

আল্লামা ইসহাক আল মাদানী উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ ছিলেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি । শিক্ষা জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শায়খ আল্লামাহ ইসহাক আল মাদানী বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ মার্ক পেয়েছিলেন।
আল্লামা ইসহাক আল মাদানী পাঠানটুলা জামেয়ার সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন।

জানাজা:

মরহুমের জানাজার নামাজ আজ (সোমবার) বাদ আসর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

Back to top button