মাথিউরা যুব ফোরামের উদ্যোগ, দেড় শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ

বিয়ানীবাজারের মাথিউরা যুব ফোরামের উদ্যোগে দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকার মানুষদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফোরামের সভাপতি মাওলানা মুজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহিল বাকী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ মুরব্বী হাজী কুতুব উদ্দিন ও আহমেদুর রহমান, জান্নাতুল উম্মাহ মহিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম, সহকারী শিক্ষক মাওলানা আলী হোসেন, রাজনীতিক সরওয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মুসলেহ উদ্দিন, শিক্ষক আনোয়ার হোসেন, ফোরামের সহ সভাপতি লিটন আহমদ ও আব্দুস শাকুর কোরাইশী।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শীতে অসহায় গরীব লোকজন কষ্ট পাচ্ছেন। মাথিউরা যুব ফোরামের মতো সেবামূলক ও সামাজিক সংগঠন এবং বিত্তবান ও প্রবাসীদের এ মানুষগুলোর শীত নিবারণে এগিয়ে আসতে হবে। আমাদের সামান্য উদ্যোগই পারে একজন শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে।
অনুষ্ঠানে মাথিউরা যুব ফোরামের অন্যান্য দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।