বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মুজিবুর রহমান বিপ্লব গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় পৌর এলাকার বাসুদেব বাড়ির সামনে থেকে সাদা পোশাকে থানার একদল পুলিশ মুজিবুর রহমান বিপ্লবকে (৫২) গ্রেফতার করে। তিনি সুপাতলা গ্রামের মৃত আব্দুন নুর এর পুত্র।

জানা যায়, গত বছরের ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ছাত্র জনতার আনন্দ মিছিলে দুবাগ ইউনিয়নের বড়গ্রামের নাজমুল ইসলাম চৌধুরী ওরফে তাজিম চৌধুরী আহত হন। এ ঘটনায় তিনি বাদি হয়ে গত বছরের ০১ অক্টোবর আওয়ামী পরিবারের ২৩ জনের নামোল্লেখসহ আরো ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ধৃত মুজিবুর রহমান বিপ্লব এজাহারভুক্ত ১৬ নং আসামী।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান বলেন, ধৃত বিপ্লব এজাহারভুক্ত আসামি। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে।

Back to top button