বিয়ানীবাজারে ২০২৫ সালে ইসলামী ছাত্র শিবিরের চার শাখায় দায়িত্বে আসলেন যারা

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিয়ানীবাজারের চারটি শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২৫ সেশনের জন্য বিয়ানীবাজার দক্ষিন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, এই শাখার সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আবু সাঈদ। বিয়ানীবাজার উত্তর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, এই শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সভাপতি আবারো নির্বাচিত হয়েছেন ফাতেহুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মনোনীত হয়েছেন হামিদুল্লাহ আল সাইদ। উপজেল পশ্চিম শাখার সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন নুরুল আমিন।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিযাত রেস্টুরেন্টে বাৎসরিক সাথী সমাবেশে স্ব স্ব শাখার সাথীদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সালের নের্তৃত্ব নির্বাচন করে শিবির। সাথী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও নায়েবে আমীর মুড়িয়া ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান আবুল খয়ের। কেন্দ্রীয় শিবিরের সাবেক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পশ্চিম শিবিরের সাবেক সভাপতি ও মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, সিলেট জেলা পূর্বের সাবেক সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জু, সাবেক শিবির নেতা তানভির এলাহি মজুমদার প্রমুখ।