সিলেট

সিলেটে আজহারির মাহফিলকে ঘিরে উৎসাহ উদ্দীপনা, চারিদিক থেকে আসছেন মুসল্লীরা

সিনিয়র প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক আনজুমানে খেদমতে কোরআন আয়োজিত এই মাহফিলের শেষ দিনে দেশ বরেণ্য ইসলামি বক্তা ডা: মিজানুর রহমান আজহারির আগমনকে ঘিরে সকাল থেকেই সিলেট এমসি কলেজ মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন মুসল্লীরা।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি’র স্মৃতি বিজড়িত সিলেট আনজুমানে খেদমতে কোরআন আয়োজিত কোনো মাহফিল অনুষ্ঠিত হতে দেয়নি। দীর্ঘ দিন পর সিলেটে এমন মাহফিলকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

নোয়াখালী থেকে আসা রহিম নামের এক যুবক বলেন, দীর্ঘ দিন মিজানুর রহমান আজহারির সাহেব দেশে মাহফিল করতে পারেন নাই। আমাদের নোয়াখালীতে বিগত ফ্যাসিস্ট সরকার অনেক মাহফিলে বাধা দিয়েছে। যখন শুনেছি তিনি সিলেট মাহফিল করবেন আমরা ছুটে এসেছি।

এদিকে নেটওয়ার্ক সমস্যা দূর করতে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করা সহ ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে রাখা হয়েছে জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা ছাড়াও এক সাথে দশ হাজার মানুষ ওজু করতে পারবেন। এদিকে মাহফিলকে সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাহফিলের মাঠ সহ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো সিলেট শহরকে বিশেষ করে মাহফিলের আশপাশ এলাকা দিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।

সারাদেশ থেকেই মিজানুর রহমান আজহারির মাহফিলে অংশগ্রহণের জন্য ছুটে আসছেন মুসল্লীরা এ ছাড়াও বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার,সুনামগঞ্জ, হবিগঞ্জ থেকে সকাল থেকেই আসা শুরু করেন মুসল্লীরা।

Back to top button