আজহারির অপেক্ষায় সিলেট, ১০ লাখ লোকের সমাগম হওয়ার সম্ভাবনা, প্রস্তুত প্রশাসন
মহসিন রনি: দেশবরেণ্য ইসলামি বক্তা ডা: মিজানুর রহমান আজহারির আগমন উপলক্ষে সিলেট জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।এমসি কলেজ মাঠে স্মরণকালের সর্ববৃহৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ইসলামিক এই বক্তা। আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি আনজুমানে খেদমতে কোরআনের আয়োজনে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসির মাহফিলকে এ অঞ্চলের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
চার দশক ধরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে আনজুমানে খেদমতে কোরআন আয়োজিত এই মাহফিলে তাফসির করতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। সিলেটের এই মাহফিলে এবার ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির কারণে আলিয়া মাদরাসা ময়দানের চেয়ে অনেক বড় মাঠ এমসি কলেজ মাঠে মাহফিল স্থানান্তর করা হয়েছে।
আয়োজনকারীরা আশা করছেন এবার মাহফিলে উপস্থিতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বুধবার বিকেলে স্থানীয় এমসি কলেজ মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা চান পরিচালনা পর্ষদ।
মাহফিল সফল করতে সমগ্র নগরজুড়ে প্রচারণা জোরদার করা হয়েছে। দিন রাত মাইকিং চলছে। নগরের পয়েন্ট পয়েন্টে ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। পোস্টারে ছেয়ে গেছে গোটা সিলেট।
এ সময় দৈনিক জালালাবাদ সম্পাদক ও তাফসিরুল কোরআন মাহফিলের সহ সভাপতি মুকতাবিস উন নুর বিয়ানীবাজার টাইমসকে বলেন, প্রায় তিন হাজার সেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এছাড়াও নেটওয়ার্ক আইনশৃঙ্খলা সব বিষয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। সকলের সহযোগিতায় আশা করি মাহফিল সফল ভাবে সমাপ্ত হবে।