বিয়ানীবাজারে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিয়ানীবাজার টাইমস : বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিয়ানীবাজার থানায় বিয়ানীবাজার প্রেস ক্লাব, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিয়ানীবাজার রিপোর্টারস ইউনিটির দায়িত্বশীল ও কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নবাগত ওসি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, বিয়ানীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি তোফায়েল আহমেদসহ বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা।
প্রসঙ্গত, বিয়ানীবাজার থানার সাবেক অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বদলির পর দীর্ঘ এক মাসের বেশি সময় অফিসার ইনচার্জ পদটি খালি ছিল। অবশেষে বিয়ানীবাজারে নতুন ওসি হিসেবে যোগদান করেন মো: আশরাফ উজ্জামান।