বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আ সা মী গ্রে প্তা র

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে শনিবার (৪ ডিসেম্বর),দিবাগত রাতে উপজেলার পৃথকস্থান থেকে আদালতে পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশের এএসআই দিদার হোসেন ও এএসআই বেলাল আহমদসহ একদল পুলিশ সদস‍্য সিআর পরোয়ানাভুক্ত এ দুই আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাংপার গ্রামের আপ্তাব আলীর স্ত্রী লিলন বেগম, টেকইকোনা গ্রামের সমছু মিয়ার ছেলে শিব্বির আহমদ।

গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button