বিয়ানীবাজার সংবাদ
অবশেষে থানার ওসি পাচ্ছে বিয়ানীবাজার, নতুন ওসি মোঃ আশরাফুজ্জামান

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করবেন মোঃ আশরাফ উজ্জামান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। নতুন ওসি মোঃ আশরাফ উজ্জামান আগের ওসি এনামুল হকের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে নতুন ওসি সিলেটের ডিবি উত্তর জোনের পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এনামুল হক চৌধুরীকে প্রশাসনিক কারনে হঠাৎ করে প্রত্যাহার করে নেয়া হয়। এরপর থেকে বিগত প্রায় ৩৪ দিন বিয়ানীবাজার থানা ওসিবিহীন ছিলো।