বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে টিলাকাটা, ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনের দন্ড

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে টিলা কাটার খবরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আনিসুর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সুপাতলায় গার্ডেন লজে টিলা কাটার স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না। এ সময় ঘটনাস্থলে টিলা কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটরসহ শ্রমিককে দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক আনিসুর রহমান নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়। দন্ডিত ব্যক্তি পটুয়াখালীর বাউফল উপজেলার মোমিনপুরের স্থায়ী বাসিন্দা।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্নাবলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে দন্ড দেয়া হয়েছে। এছাড়াও ভূমি মালিকসহ অপর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Back to top button