সিলেট

সিলেটে আবাসিক হোটেলে পুলিশের জালে চার নারী

টাইমস ডেস্কঃ সিলেট মহানগর পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে চার নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার আওতাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে আটক করা হয়।

আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button