বিয়ানীবাজারে বিএনপি সাধারন সম্পাদক ও যুবদলের আহ্বায়কের মধ্যে দ্বন্দ্ব, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারন করেছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন ও যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুলের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ গিয়েছে তবে এব্যাপারে এখন পর্যন্ত আইনী কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় পৌরশহরে সাত্তার শপিং কমপ্লেক্সে আওয়ামীলীগ নেতা জাকির হোসেনের অফিসে বিএনপির সাধারন সম্পাদক ও যুবদলের আহ্বায়কের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন সেখানে থাকা বিএনপির নের্তৃবৃন্দ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এব্যাপারে বিয়ানীবাজার থানায় আব্দুল করিম তাজুল তার উপর হামলার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেন, একই দিন বিএনপি সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন থানায় পালটা অভিযোগ করেন। ঘটনাস্থলে বিএনপির উপজেলা সভাপতি এডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তিলপারা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরোও অনেকে। সোমবার (২৩) ডিসেম্বর একটি শোকসভায় বক্তব্যকালেও এরকম অভিযোগ জানান আব্দুল করিম তাজুল।
অফিসের মালিক আওয়ামীলীগ নেতা জাকির হোসেন জানান, ব্যবসায়ী হিসাবে সবার সাথে ভালো সম্পর্ক তাই উনারা আমার অফিসে বসেছিলেন, ঘটনার সময় আমি নামাজে ছিলাম পরে এসে এসব সবাইকে শান্ত রাখার চেষ্টা করি।
যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি নের্তৃবৃন্দ ছাত্তার শপিং কমপ্লেক্সে আওয়ামীলীগ নেতার অফিসে নিয়ে যান। সেখানে দলীয় এক বিষয়ে তাকে হেনস্থার চেষ্টা করেন বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন। পরে তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে চাইলে ছরওয়ার হোসেনের সাথে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে অজ্ঞাত কারনে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তবে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করে বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন প্রতিবেদককে মুঠোফোনে জানান, এরকম কিছুই ঘটেনি।
ঘটনাস্থলে থাকা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা বলেন, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে এসব শেষ হবে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, এরকম অভিযোগ দুটি পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।