
জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ২ জন।
২০ ডিসেম্বও শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনেয়নের দামড়্রীিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (১৯), একই উপজেলার ততিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আহমদের ছেলে সৈয়দ মুখছুদ হাসান মহান (২০) এবং সিলেট শহরের বাগবাড়ী দক্ষিন এলাকার আব্দুল হাসিমের ছেলে মোঃ হাফিজুর রশিদ (২০)। আহতরা হলেন জামিল আহমদ (২০)সে কোম্পানীগঞ্জ উপজেলার বড়বন্ডী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং অপর আহত ছাতক উপজেলার মন্ডলিবোগ গ্রামের হাজি জামিল আহমদের ছেলে মোঃ মাহি (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাফলং থেকে সিলেটে আসার পথে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার মহাসড়কের দামড়িবীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গাড়ীতে থাকা আরো ৩জন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ বলেন, খবর পেয়ে দূর্ঘটনাসাথলে দ্রæত ছুটি যাই এবং স্থানীয় লোকদের নিয়ে নিহত-আহতদের উদ্ধার করি, দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলে এর মধ্যে তিন জন মারাজান, অপর দুই জন বর্তমানে সিলেটে চিকিৎসাদিন রয়েছেন।