প্রবাস

পর্তুগালে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বিয়ানীবাজারের মারুফ আর নেই

বিয়ানীবাজার টাইমসঃ পর্তুগালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের  ঘুঙ্গাদিয়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা মারুফ উদ্দিন (৩৮) মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পর্তুগালের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে সেখানে বসবাসরত প্রবাসীরা জানান।

মারুফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের মধ্যে।

মৃত্যুকালে মারুফ উদ্দিন স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তারা বর্তমানে বাংলাদেশে বসবাসরত।

Back to top button