বিজয় দিবসে বিয়ানীবাজার গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট পরবর্তী গড়ে ওঠা নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন বিয়ানীবাজার উপজেলার নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
সোমবার ভোরে বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব সাহেদ আহমদ, যুব অধিকার পরিষদের আবুল হাসান, আলী এমরান সুমন, তারেক আহমদ ও আবুল কাশেম, ছাত্র অধিকার পরিষদের নাহিদ হোসাইন, মহসিন রাব্বি ও মাহিন আহমদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, স্রোতের বিপরীতে অবস্থান করা অবস্থায় গণঅধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছিল। তখন শহীদ বেদীতে পুষ্প শ্রদ্ধা জানানোর মতো প্রকাশ্য আয়োজনেও আমাদেরকে বাঁধাগ্রস্থ করা হয়েছিল, নাজেহাল ও হয়রানি করা হয়েছিল। তবে প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আজকে অনাড়ম্বর পরিবেশে আমরাসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে পারছেন। নেতৃবৃন্দ বলেন, এইবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট, বাংলাদেশে সেখানে আমাদের প্রত্যাশা থাকবে যেই জনআকাঙ্ক্ষা ধারণ করে ছাত্র-জনতা লড়াই করে, সংগ্রাম করে যে পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী করতে হবে। সবশেষে আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি।