বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৫২ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমীন নেওয়াজের নের্তৃত্বে প্রশাসনের দায়িত্বশীলরা পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা জাসাস, বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি-১, বিয়ানীবাজার গ্যাসফিল্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় মেলা অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনা দেয়া হয়।

সংবর্ধ্বনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোস্তফা মামুন। এ সময় উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা দাঁড়িয়ে ছিলেন। বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি শারমিন নেওয়াজ, প্রকৌশলী দিপক চন্দ্র নাথ, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন মিয়া প্রমুখ।

এছাড়া উপজেলাব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Back to top button