বিজ্ঞপ্তি
জুড়ী সীমান্ত এলাকায় বাইক ও মাদকসহ আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ জুড়ী সীমান্তে মাদকসহ এক চোরকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাকারবারি জুড়ী উপজেলার আব্দুল বারী কয়ছরের ছেলে মোঃ আমিনুর ইসলাম ইমরান (২২)।
রবিবার গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি মিডিয়া উইং আটকের বিষয়টি নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রবিবার ৫২ ব্যাটালিয়নের অধীনস্থ জুড়ী বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী উপজেলাস্থ বড়ধামাইয়ে জুড়ী বিওপির নম্বর-৭৫৪৫৯ নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টহলদল সকালে সীমান্ত পিলার হতে অর্ধ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়ধামাইয়ে স্থানে তাকে আটক করে। পরে আটককৃত যুবকের শরীর তল্লাশী করে প্যান্টের পকেট হতে ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, আসামিকে জব্দকৃত আলামত সহ জুড়ি থানায় সোপর্দ করা হয়েছে।