বিয়ানীবাজার সংবাদ

শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান- অহিদ আহমদ

বিয়ানীবাজার টাইমসঃ বৈষম্যবিরোধী আন্দোলনে বিয়ানীবাজারের চারজনের আত্নত্যাগের কথা উল্লেখ করে তাদেরকে এ যুগের শহীদ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিয়ানীবাজার পৌরশহরের অভিযাত রেস্টুরেন্টে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময়ে বক্তব্য রাখেন। মতবিনিময় সভার বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়ের হওয়া সব মামলাই মিথ্যা ও বানোয়াট তাই সব মামলায় আইনীভাবে খালাস পাচ্ছেন তিনি, একারনে শীঘ্রই বাংলাদেশের মানুষের মাঝে ফিরে আসবেন তাদের নেতা।

আগামীতে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের মানুষের কল্যানে কাজ করবেন জানিয়ে প্রবাসী এ নেতা বলেন, নিজের এলাকা হচ্ছে ফাস্ট প্রায়োরিটি, দলের প্রয়োজনে মানুষের জন্য দল যেখানে তাকে প্রয়োজন মনে করবে সেখানে তিনি কাজ করবেন তবে নিজের জন্মভূমি হিসাবে এই এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন যতদ্রুত সম্ভব আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ চায় নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সিলেট-৬ আসন থেকে তিনি মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মূল্যায়ন করে তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার নির্বাহি সম্পাদক ফয়সল আলম, বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, জৈন্তাবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ফয়সল আলম, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমেদ, আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ও এসবি নিউজ এর নির্বাহী সম্পাদক সামিয়ান হাসান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তাজবির আহমদ ছাইম, জৈন্তাবার্তা প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু, নতুন দিন পত্রিকা ও মুভি বাংলা টিভির প্রতিনিধি এম এ ওমর, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আমিনুল হক দিলু, ডেইলি সান এর সিলেট প্রতিনিধি সৈয়দ মুনজের হোসেন বাবু, জনতার টিভির এহসান খোকন, শাহেদ আহমেদ, এস আর আই টিভির রিপোর্টার সাকের আহমদ, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন অরুণ বৈদ্য, এবি টিভির চিফ ক্যামেরা পার্সন আক্তার হোসেন, ম্যাপ টিভির রিপোর্টার আহমেদ শাওন, সাংবাদিক জয়নুল ইসলাম, দৈনিক গনজাগরন প্রতিনিধি তাহের আহমদ প্রমুখ।

এর আগে তিনি ছাত্র জনতার আন্দোলনে দায়িত্ব পালনে নিহত তাদের মালিকানাধীন সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের সাবেক প্রতিবেদক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু তাহের মোঃ তুরাব ও ৫ই আগস্টে নিহত তারেকের কবর জিয়ারত করেন এবং দুই পরিবারের সদস্যদের সাথে দেখা করে সান্তনা দেন।

Back to top button