বিয়ানীবাজার সংবাদবড়লেখা

গোলাপগঞ্জ বহরগ্রাম মাদ্রাসা থেকে বিয়ানীবাজারের শিশু নিখোঁজ, সন্ধান চান বাবা

বিয়ানীবাজার টাইমসঃ গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম মাদ্রাসায় আবাসিকভাবে বসবাসকারি বিয়ানীবাজারের শিশু শিক্ষার্থী তালহা বিন শুয়াইব (১২) নিখোঁজ রয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার বহরগ্রাম জামেয়া ইসলামী মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তার পিতা।

নিখোঁজ তালহা বিন শুয়াইব বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর গ্রামের সুয়াইব উদ্দিনের পুত্র। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করবেন বলে জানান তার পিতা।

সুয়াইব উদ্দিন জানান, গোলাপগঞ্জ বহরগ্রাম জামেয়া ইসলামীয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসাবে তার ছেলে রয়েছে। শনিবার বিকালে তিনি নিজে গিয়ে মাদ্রাসায় ছেলে পৌছে দিয়ে আসেন। সকালে মাদ্রাসার প্রিন্সিপাল তাকে ফোনে জানান, সকালে সে মাদ্রাসা বের হয়ে মাদ্রাসায় আর ফিরেনি। এব্যাপারে তিনি তার নিকটস্থ আত্নীয় স্বজনের কাছে খোঁজ নিয়ে তার সন্ধান পাননি। এসময় তিনি সবাইকে তার ছেলেকে খোঁজে পেতে সহযোগীতার আহ্বান জানান।

যোগাযোগের নাম্বার ০১৮৬৭৬৭৭৫৪৯

Back to top button