বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জুমাআর ওয়াজে বাধা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের ডাক

সিনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার সরকারি কলেজ মসজিদে জুম্মার নামাজ চলাকালীন সময়ে খুতবায় মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুশাহিদ আহমদকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে। শুক্রবার (২৯ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলা সরকারি কলেজ মসজিদে খুতবায় ইমাম সরকারি নির্দেশনা অনুযায়ী দেশে শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধর্মপালন করা সম্পর্কে সকলকে সচেতন করতে বয়ান করেন এ সময় অভিযুক্ত ওই ব্যবসায়ী দাড়িয়ে ইমামকে বাধা প্রদান করেন। এ সময় উপস্থিত মুসল্লী ঐ ব্যবসায়ীকে থামান ।

বিষয়টি জানা জানি হলে পুরো উপজেলা জুড়ে জনরোষে পড়েন ওই ব্যবসায়ী এ বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুশাহিদ আহমেদ বলেন, সরকার থেকে নির্দেশনা এসেছে যে আমরা যেন সম্প্রতি চলমান বিষয় নিয়ে আলোচনা করি এবং সবাইকে সচেতন করি। আমি একটি বিষয় টানতে গিয়ে ইসকন নিয়ে কথা বলায় তিনি দাড়িয়ে আমাকে বাধা প্রদান করেন তখন আরেকজন মুসল্লী প্রতিবাদ করেন এবং বলেন এই বিষয়ে আলোচনা চলবে পরে আমি উভয়কে শান্ত করি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানা জানি হওয়ার পর ওই ব্যবসায়ীর নিজস্ব একাধিক প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছে স্থানীয়রা। তবে ঘটনার দিন নিজ ফেইসবুকে এসে বিষয়টি নিয়ে ক্ষমা চান তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার থেকে বিষয়টি নিয়ে আলোচনা করার নির্দেশনা এসেছে আমার জানা ছিলো না। আমি শুধু চেয়েছি আমাদের এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এর পরেও আমার এই আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী আমি মুসলিম হয়ে ইসকনের পক্ষপাতিত্ব করার প্রশ্ন আসেনা।

প্রবাসী কাজী হুমায়ুন জানান, খতিবের ওয়াজে এভাবে বাধা দেয়ার কারনে তিনি শুধু প্রতিবাদ করেছেন। তার দাবী আগের ফ্যাসিস্ট সরকারের সময় এভাবে খতিবদের বাধা দেয়া হতো, এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী বলেন, এই ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button