সিলেট

সিলেটে বেপরোয়া মোটরসাইকেলে তিনমাসে পিষ্ট ২৮ প্রাণ

সিনিয়র প্রতিবেদক : মোটরসাইকেল দুর্ঘটনায় সিলেটে দিন দিন প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। যেখানে তরুণ থেকে শুরু করে মধ্যবয়সীদের তাজা প্রাণ যাচ্ছে সড়কে চাকার নিচে। ট্রাফিক আইনের তোয়াক্কা না করে পুরো সিলেটজুড়ে ওঠতি বয়সী তরুণ বাইকারদের সংখ্যা বেড়ে চলছে। সন্তানের আবদার মেটাতে বাধ্য হয়েই এসব তরুণদের বাইক কিনে দিচ্ছেন অভিভাবকরা। তবে সড়ক দুর্ঘটনায় শুধু তরুণদের প্রাণ যাচ্ছে তা নয় সচেতনতা অবলম্বন না করার ফলে প্রাপ্ত বয়স্করাও সড়ক প্রাণ হারাচ্ছেন।শুধু সিলেট বিভাগেই অক্টোবর ও নভেম্বর মাসে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সড়কে বিভিন্ন সময় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় ২৬ জন। সিলেটের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে নির্ধারিত গতিসীমা না মেনে চালকদের বেপরোয়া বাইক চালানোসহ হেলমেট এবং গ্লাবস ব্যবহার না করার ফলে ঘটছে বড়বড় দুর্ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাক কিংবা বাসের সাথে সংঘর্ষে প্রাণহানি হচ্ছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির তথ্যমতে, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১৩ জনই মোটরসাইকেল আরোহী। এ ছাড়াও সিলেটের জনপ্রিয় দৈনিক জাগ্রত সিলেটে প্রকাশিত সংবাদ অনুযায়ী নভেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ৪ জন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। যারমধ্যে ৬ই নভেম্বর গুলজার আহমেদ (১৮),১২ নভেম্বর ফেঞ্চুগঞ্জে বাস চাপায় জুবায়ের আহমদ জুবা (৩২),১৩ নভেম্বর জৈন্তাপুরে বাসের ধাক্কায় সাদিকুর রহমান (৪০),একই দিনে আলাদা দুর্ঘটনায় তানজিল করিম (১৭) এবং ১৭ নভেম্বর কবির হোসেন (১৮) নামের এক ব্যক্তি প্রাণ হারান।

এছাড়াও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দূর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছিলেন। এর আগে গত আগস্ট মাসে বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন। এছাড়া ও গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতদের ৯ জন তরুণ মোটরসাইকেলচালক ও আরোহী। সবচেয়ে বেশি সিলেট জেলায় ও সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনা দেখা যায়।

সিলেট ঘুরে দেখা যায়, সিলেট নগরে মোটরসাইকেল চালকরা গতিবিধি মেনে চললেও সিংহভাগ চালক একাধিক আরোহী নিয়ে চলাচল করছেন যেখানে মাথায় নেই হেলমেট। জেলা উপজেলাগুলোতে অবস্থা মহানগরের চেয়ে ভয়াবহ যেখানে বড় বড় ট্রাক ও বাসের সাথে সড়কে প্রতিযোগিতায় মেতে ওঠছে বাইকররা ওভারটেইকসহ ট্রাফিক আইনের তোয়াক্কা করেননা অনেকেই।

আব্দুল মালেক নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, আমি প্রতিদিন মোটরসাইকেল করেই আমার অফিসে যাই কাগজপত্র সাথে রাখা সহ হেলমেট ব্যবহার করি যথাসাধ্য সচেতনতা অবলম্বন করি এতে করে কোনো দুর্ঘটনায় ঘটে না। আমি মনে করি সকলের সচেতন থাকাটা প্রয়োজন।

আব্দুল করিম নামের এক সিএনজি চালক বলেন, মোটরসাইকেল নিয়ে অনেক তরুণ গতিসীমা না মেনে প্রতিযোগিতায় মেতে ওঠেন যার কারণে দুর্ঘটনা ঘটে বেশিরভাগই তারা হেলমেট ব্যবহার করেননা। আমরা ভয়ে এদের কিছু বলিনা সম্মানহানীর ভয় হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগরের সাধারন সম্পাদক আব্দুল হাদী পাবেল প্রতিবেদককে বলেন, গত তিন মাস থেকে সিলেটের ৭০ শতাংশ মোটরসাইকেল চালক হেলমটে ব্যবহার করছে না এ ছাড়া ট্রাফিক আইন না মানা মোটরসাইকেলে একাধিক যাত্রী নিয়ে চলাচল করার ফলে দুর্ঘটনা ঘটছে । আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধাপে ধাপে আইনশৃখলাবাহিনীর সাথে বৈঠক করছি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)বি.এম.আশরাফ উল্যাহ তাহের বলেন, সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালকদের গতিরোধসহ ট্রাফিক আইন না মানলে আমরা জরিমানা সহ মামলার আওতায় নিয়ে আসি। সিলেট নগরীতে আমাদের ট্রাফিকের অভিযান কিংবা নজরদারি সব সময় চলমান এ ছাড়াও আপনাদের কাছ থেকে জানার পর আমরা আমাদের নজরদারি আরো বাড়াবো।

Back to top button