জৈন্তাসিলেট

জৈন্তাপুরে ৩৬ জুলাই গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে স্মরণসভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি ঃ জৈন্তাপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক স্মরণসভা ও দোওয়া মাহফিল ২৫শে নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেট নগরীতে আন্দোলন চলাকালে আহত দরবস্ত ইউনিয়নের ছৈয়া গ্রামের মোঃ হাবিবুল্লাহ শিকদার, একই ইউনিয়নের খলা ভাইটগ্রামের মোঃ নূরউদ্দিন ও নিজপাট ইউনিয়নের সারিঘাট ডৌডিক গ্রামের রঞ্জিত দে। এ সময় জুলাই-আগস্ট বিভীষিকাময় সেই রাজপথের আন্দোলনের স্মৃতিচারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত মোঃ হাবিবুল্লাহ শিকদার, এ সময় তিনি বলেন, আমি যে আপনাদের মাঝে ফিরে এসেছি তা এক মাত্র আল্লাহর সাহয্য থাকায়। নিশ্চিত মৃত্যু যেনও আমরা ফ্যাসিষ্ট সরকারের পতনের জন্য শেষ মুহুর্ত পর্যন্তা আন্দোলনে ছিলাম এবং আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি, যতক্ষননা ফ্যাসিষ্ট সরকারের অনুসারিদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী রফিক আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (সেকেন্ড অফিসার) লিটন চক্রবর্তী।

সভায় আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সমন্বয়ক জুবায়ের আহমেদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম আহমদ, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা জয়নুর রশিদ, যুব নেতা সেলিম আহমদ।

Back to top button