বড়লেখায় কলেজে গিয়ে বাড়ি ফিরেনি কলেজ ছাত্রী, খুজতে সহযোগীতা চেয়েছে পরিবার, থানায় জিডি

বিয়ানীবাজার টাইমসঃ বড়লেখায় বাড়ি থেকে কলেজে গিয়ে আর বাড়িতে ফেরেনি এক কলেজ শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম খাদিজা আক্তার (১৬), সে বড়লেখা পৌর এলাকার পাখিয়ালা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও নারী শিক্ষা একাডেমীর শিক্ষার্থী। নিখোঁজ মেয়ের ব্যাপারে বড়লেখা থানায় একটি সাধারন ডায়রী করেছেন তার পিতা (সাধারন ডায়রী নং ১১৯১)।
সাধারন ডায়রী ও পারিবারিক সুত্রে জানা যায়, রবিবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ৯টায় প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য বের হয় খাদিজা, এরপর কলেজ ছুটির পর আর বাড়ি ফিরেনি। আত্নীয় স্বজন বন্ধু বান্ধব সহ অনেক জায়গায় খোজাখোজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজের বিষয়ে তার পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে বড়লেখা থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
পরিবারের পক্ষ থেকে সবার সহযোগীতা চেয়ে জানানো হয় কোনো সহৃদয়বান ব্যাক্তি তাকে পেয়ে থাকলে বা দেখে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৭১৫৮৫৮৫২৬, ০১৮১৯৬৫৭২৩৫ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করেন তারা।