
সিনিয়র প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় আলোচিত শিশু মুনতাহা হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলে এখনো শোক কেটে উঠতে পারেনি পুরো পরিবার। পরিবারের এক মাত্র হাস্য উজ্জ্বল মুনতাহাকে ঘাতকরা এভাবে প্রাণে মেরে ফেলবে সেটা স্বপ্নে কল্পনা করেনি তার পরিবার। মুনতাহার ছোট ভাই জামিল আহমদ (০৪) এখনো পুরোপুরি পৃথিবীর হিসেবনিকেশ বুঝে ওঠেনি তবে তার বোন মুনতাহাকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটা লোকমুখে শুনে আঁচ করতে পেরেছে ঠিকই। তাই তো বলে ওঠে “মার্জিয়ার ফাঁসি চাই”।
মুনতাহার চাচা আব্দুল খালিক মিয়া প্রতিবেদককে বলেন, মুনতাহা খুবই মিষ্টি এমটা মেয়ে ছিলো ঘাতক মার্জিয়া বাহিনী তাকে হত্যার পর হাতেনাতে ধরা খাওয়ার পরেও আদালতে অস্বীকার করছে। আমরা এর বিচার চাই। তার ছোট ভাই জামিল আহমদসহ আব্দুর রহমান জারির বোনের শূন্যতায় হতবাক।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর (সোমবার) বাড়ির পাশে খেলাকরার সময় নিখোঁজ হয় মুনতাহা আক্তার জেরিন (০৬) এর পর ১০ নভেম্বর (সোমবার) বাড়ির পাশে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় মুনতাহার লাশ উদ্ধার করা হয়। অভিযুক্ত কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫) মার্জিয়া হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আদালতে তোলা হলেও মার্জিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। তাই আপাতত এই চার আসামিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।