যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আজিম উদ্দিন আরিফের সম্মানে বিয়ানীবাজার প্রেসক্লাবের আনন্দ আড্ডা
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, এবিটিভির বার্তা সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আজিম উদ্দিন আরিফ স্বদেশ আগমন উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রেসক্লাবে সহ-সভাপতি শাহেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আজিম উদ্দিন আরিফ।
সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ ছাইম।
অনুষ্ঠানে আন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এহসান খোকন, সদস্য এস আর শহীদ ও জয়নুল ইসলাম।
আনন্দ আড্ডায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য ফাইম আহমদ তাছিম, মোক্কাবির হোসেন, তাহের আহমদ ও শুভাকাঙ্ক্ষী আফজল হোসেন দিপু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আজিম উদ্দিন আরিফকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।