বিয়ানীবাজার সংবাদ
ছাত্রজনতার সাথে সংহতি, বিয়ানীবাজারে শিবিরের বিক্ষোভ মিছিল
বিয়ানীবাজার টাইমসঃ আওয়ামীলীগের মাঠে নামার ঘোষনাকে প্রতিহত করতে ছাত্র জনতার ডাকে সংহতি জানিয়ে মাঠে ছিলো বিয়ানীবাজার ছাত্রশিবির। রবিবার (১০ই নভেম্বর) বাদ আসর বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা।
আওয়ামীলীগের দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি থাকায় সাধারন ছাত্রজনতার সাথে সংহতি মিলিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, উপজেলা উত্তর শাখার সভাপতি আমিনুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম প্রমুখ।