সিসিকের সাথে হকারদের লুকোচুরি খেলা
সিনিয়র প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশন (সিসিক)এবং হকারদের লুকোচুরি সিলেটে নতুন নয়। সড়কে যানজট সহ নানা সমস্যার প্রধান কারণ হয়ে দাড়িয়েছে অবৈধ ফুটপাত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিকের অভিযান চলাকালে রাস্তা এবং ফুটপাত থেকে হকাররা চলে যান ঠিকই কিন্তু অভিযান শেষ হবার পর ফের রাস্তায় চলে আসেন। এ যেন সিসিকের সাথে হকারদের লুকোচুরি খেলা।
এ বছরের ১০ মার্চ নগর ভবনের পেছনে লালদিঘীরপারে ঢাকঢোল পিটিয়ে হকারদের পুনর্বাসন করলেও ৫ আগস্টের পর থেকে বদলে গেছে দৃশ্যপট।
সরেজমিনে দেখা যায়, লালদিঘীরপার হকার পুনর্বাসনকেন্দ্র ছেড়ে সড়কের দু’পাশ দখলে নিয়েছে হাজারও হকার। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার সড়কেও এখন হকারদের দৌরাত্ম্য। ফুটপাত দখল করে বসায় পথচারী হাঁটার পথেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। নগরীতে বেড়েছে তীব্র যানজট। অসহনীয় ভোগান্তির সাথে নগরবাসীরা পড়েছেন চরম দুর্ভোগে।
এ অবস্থায় ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের হলরুমে অনুষ্ঠিত এক সভায় হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তা এবং ফুটপাত ছেড়ে দিতে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এরপর ২৭ অক্টোবর থেকে নগরীর ফুটপাত দখলমুক্ত ও হকারে উচ্ছেদে নামে প্রশাসন।
এদিকে নিয়মিত অভিযান করার পরেও হকার উচ্ছেদ সম্ভব হচ্ছে না। এর মূল কারণ নিয়মিত হকার উচ্ছেদে তদারকির অভাব। সিটি করপোরেশন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করার পর আর পরবর্তীতে নিয়মিত মনিটরিং করেন না। আর এই সুযোগটা হকাররা কাজে লাগান।
অনুসন্ধানে জানা যায়, কোন কোন এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে অভিযানের আগেই এটি হকাররা জেনে যান এবং সেখান থেকে সটকে পড়েন। অভিযান শেষ হয়ে গেলে ফের তারা ব্যবসা পাতেন ফুটপাতে। ব্যবসার জিনিসপত্র নিয়ে চলে আসেন রাস্তায়।
সূত্র জানায়, নির্দিষ্ট টাকার বিনিময়ে অভিযানের তথ্য গোপনে আদানপ্রদান করে হকারদের ব্যবসা করতে সাহায্য করেন খোঁদ সিটি করপোরেশনেরই কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। এসব কারণেই হকারমুক্ত হচ্ছে না সিলেট। সংশ্লিষ্টরা বলছেন, সর্ষের ভেতর ভ‚ত না সরালে কখনই হকারমুক্ত হবে না সিলেট নগরী।
সন্দ্বিপ রায় নামের এক বেসরকারি চাকরিজীবী বিয়ানীবাজার টাইমসকে বলেন, সিলেট নগরীতে যানজটের প্রধান কারন হচ্ছে এই ফুতপাত। উচ্ছেদ নাটক না করে স্থায়ীভাবে তাদের পূর্ণবাসন করা দরকার।
আহমেদ জামিল নামের এক পথচারী বলেন, হকারদের দোষ রয়েছে দায়িত্বশীলরা অভিযান পরিচালনা করার পর তারা আবার চলে আসেন আগের জায়গায়। তদারকি আরও বাড়ানো উচিত।
আলিনা আক্তার নামের এক ভার্সিটি ছাত্রী বলেন, অনেক সময়ে দেখা যায় সড়কে যানজটের সৃষ্টি হয় যার এক মাত্র কারণ ফুটপাত দখল। ফুটপাত দখলের কারণে যানজট সৃষ্টি হয় প্রতিদিনই আমি ভার্সিটিতে যাওয়া আসার সময় যানজটের কারণে আমার মূল্যবান সময় এবং ক্লাসে দেরিতে পৌছুতে হয়।
বিষয়টি নিয়ে কথা বললে সিলেট সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা বলেন, ‘সিলেটের ফুটপাত এবং রাস্তা হকারমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।’ এসময় মনিটরিংয়ের বিষয়টা নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। ‘অভিযানের খবর পৌঁছে হকারদের সাহায্য করার সঙ্গে সিসিকের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।’