বিয়ানীবাজারে বাজারে প্রশাসনের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা
বিয়ানীবাজার টাইমসঃ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন ও সহনীয় পর্যায়ে রাখতে প্রতিদিনের ন্যায় আবারো বিয়ানীবাজার পৌরশহরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (০৩ নভেম্বর) অভিযানে চার প্রতিষ্ঠানকে বিভিন্ন অভিযোগে ৫৮ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী শামীম।
এসময় বিয়ানীবাজার থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।
অভিযানে বিয়ানীবাজার পৌরশহরের করমুল্যে রশীদ না থাকায় কুশিয়ারা পোল্ট্রি ফার্মকে ৪০ হাজার, ক্রয়মূল্যের মেমো না থাকায় পূর্বাশা পোল্ট্রি ফার্মকে ৮ হাজার এবং দুটি মাংসের দোকানে মেয়াদহীন ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৫ হাজার করে জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানে ছোটোখাটো অনিয়মের জন্য মৌখিকভাবে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাজী শামীম বলেন, বাজারে দ্রব্যমূল্যের দাম যাতে অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য এমন অভিযান অব্যহত থাকবে।