বিয়ানীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহন, ৩ লক্ষ টাকার আকর্ষণীয় পুরষ্কার
বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির ও কিশোর কন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সোনার সন্তান বড় হয়ে যেনো সোনার সন্তান থাকে, এই ব্যবস্থা করার জন্য কিশোর কন্ঠ ফাউন্ডেশন গঠিত হয়েছিলো। কিশোর কন্ঠের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষাসহ জানার আগ্রহ বাড়াবে এবং শিক্ষামূলক কার্যক্রমগুলো ।
তিনি এসময় কিশোর কন্ঠের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার চর্চা তাদেরকে বিভিন্ন অপসংস্কৃতি অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখতে এসব কার্যক্রম পরিচালনা করে থাকে।
শনিবার (১ নভেম্বর) কিশোর কন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে আসা অভিভাবকদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজারে বিভিন্ন মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলার লক্ষ্যে কাজ করছেন জানিয়ে বলেন, উচ্চশিক্ষিতরা দেশ ছেড়ে চলে যাচ্ছে মেধা পাচার হচ্ছে প্রবাস, তাদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাবে। দেশে যদি সঠিক কর্মসংস্থান ও নিরাপত্তা দিতে পারি তবেই এসব মেধা দেশে থাকবে। আমরা দেশটাকে শান্তি দেখতে চাই, সুনাগরিক চাই, সৎ নের্তৃত্বে মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠন করার চেষ্টা করবো।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার থানার ওসি এনামুল হক চৌধুরী, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সিলেট জেলা পূর্বের চেয়ারম্যান মারুফ আহমদ রাজু, পরীক্ষা কেন্দ্র প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রভাষক আব্দুস সামাদ আজাদ, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক জেলা মহানগরের চেয়ারম্যান ফরিদ আহমদ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়, পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে একযোগে দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। আগামী দুই মাসের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান দায়িত্বশীলরা।