দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত- রোসন আলীর পুত্র, গোলাপগঞ্জ থানার সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন এর বাবা বীর মুক্তিযোদ্ধা কাছম আলী (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার ভোর ৬ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা কাছম আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।
শুক্রবার জুম্মা নামাজের শেষে ২ঘটিকায় শরীফপুর প্রাইমারি স্কুলের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা কাছম আলী কে সুরমা ইউনিয়ন শরীফপুর গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর তদন্ত অফিসার শামসুদ্দিন এবং এস আই বাবলু রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফল আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।