বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে একই দিনে দুটি মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পৃথক দুটি স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়াধীন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চারখাইয়ের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ৭ মাস পূর্বে ওই যুবতীর বিয়ে হয়। তিনি কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোন এক সময়ে বাবার বাড়িতে গলায় ফাঁস দেয় সে।

এদিকে, একইদিন উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারি জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের মরদেহ পাওয়া গেছে। তিনি আব্দুর রহীমের ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Back to top button