দোয়ারাবাজারে ফেরি চালুতে দুর্ভোগ অবসান ৬ ইউনিয়নের বাসিন্দাদের৷
মোঃ মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের জেলার দোয়ারাবাজারে মাছিমপুর টু আজমপুর ঘাট থেকে আধাঁ ঘন্টা পর পর হুইসেল দিয়ে সুরমা নদীতে চলছে সরকারি ফেরি। কাভার ভ্যান, মাইক্রোবাস, ছোট বড় সব ধরনের ট্রাক,অটো রিক্সা সিএনজি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও মানুষ ফেরি দিয়ে পারাপার হচ্ছে।
দোয়ারাবাজারের ছয়টি ইউনিয়নের মানুষ গাড়ি দিয়ে উপজেলা থেকে জেলা জেলা শহরে আসতে পারতেন না। সুরমা,খাসিয়ামারা চিলাই, মরা সুরমা নদী উপজেলা কে জেলার শহর থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বেহাল যোগাযোগ ব্যবস্থা কারনে এখানকার দৃষ্টিনন্দন,হকনগর, বাঁশতলা, জুমগাঁও, পর্যটন স্পটে পর্যটকেরা যেতে পারতেন না। সুরমা নদীতে ফেরি ও সেতু না তাকায় ভোগান্তি ছিলেন তারা।তবে সরকারি ফেরি সার্ভিসকে কেন্দ্র করে আশায় আলো দেখতে পাচ্ছেন অবহেলিত এলাকাবাসী।
নতুন ফেরি চালু হওয়াতে গাড়ি সংখ্যা কম তবে ফেরি কর্তৃপক্ষ যে সিডিউল দিয়েছেন আধা ঘন্টা পর পর ফেরিতে গাড়ি সংখ্যা বেশি হোক বা কম হোক নির্দিষ্ট সময়ে ফেরি ছাড়বে। জেলা শহর থেকে দোয়ারাবাজার উপজেলা ২০ কিলোমিটার দূরত্ব। ২০২৪ সালের পহেলা সেপ্টেম্বর থেকে এই রুটে চালু হয় সরকারি ফেরি সার্ভিস।