সিলেট

সিলেটের সরকারি হাসপাতাল গুলোতে থমকে আছে শারীরিক পরীক্ষা নীরিক্ষা

মহসিন রনিঃ জেলা কিংবা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল গুলোতে সরকারের নির্ধারিত ফি অনুযায়ী শারিরীক অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করা যায় এটা অনেকের অজানা। বিশেষ করে উপজেলা পর্যায়ে এখনো সাধারণ মানুষের কাছে বিষয়টি অজানা রয়েগেছে। সিলেটের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষের আগ্রহ নেই কিংবা যেসব উপজেলায় আগ্রহ রয়েছে সেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান সহ জনবল সংকটে অনেকাংশে এসব সেবা বন্ধ রয়েছে। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল গুলোতে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে যেখানে দিগুণ টাকা গুনতে হয় একজন রোগীকে সেখানে সরকারি হাসপাতালে এসব পরীক্ষা নিরীক্ষা নির্ধারিত ফি দিয়েই নিমিষেই করা যায়।

এছাড়াও সিলেটের বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে দালালদের প্রভাব যেখানে হাসপাতালের সম্মুখ চত্বরে অবস্থান করেন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের প্রতিনিধিরা যেখানে রোগীকে বুঝিয়ে প্রাইভেটে নেয়াই তাদের মূল উদ্দেশ্য।

সরেজমিনে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, সরকারি নির্ধারিত যে সকল পরীক্ষা নিরীক্ষা রয়েছে তার মধে মাত্র তিনটি পরিক্ষা চালু আছে যার মধ্যে যক্ষা,আরবিএস ও এক্স-রে। তবে এসব পরীক্ষা চালু থাকলেও হাসপাতালে এসে সেবা নেয়া রোগীর সংখ্যা কম। যেখানে দাপট রয়েছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলোর। এ ছাড়াও সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে নির্ধারিত পরীক্ষা গুলো সচল থাকলেও জনবল সংকটের কারণে ব্যহত রয়েছে সেবা সেই সাথে সাধারণ মানুষের অনাগ্রহ রয়েছে। সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সহ সিলেট জেলার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ,জকিগঞ্জ, দক্ষিণ সুরমা সহ সিংহভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবায় একই অজুহাত জনবল সংকট কিংবা নির্ধারিত পরীক্ষা নিরীক্ষার যন্ত্র বা সরঞ্জাম না থাকা।

সরকারি ও বেসরকারি ল্যাবে রোগনির্ণয় ফির পার্থক্য : সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগ পরীক্ষার ক্ষেত্রে খরচের পার্থক্য অনেক বেশি। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় ২০২২ সালের সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা মূল্য তালিকা টানানো হয়। তালিকায় রুটিন পরীক্ষা যেমন; রক্তের সিবিসি ১৫০ থেকে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। একই টেস্ট বেসরকারিভাবে করাতে ৪০০ থেকে ৪৫০ টাকা গুনতে হয়। সরকারিতে কিডনির ক্রিয়েটিনিন পরীক্ষা মূল্য ৫০ টাকা, বেসরকারিতে লাগে ৪০০ টাকা। সরকারিতে রক্তের এসজিপিটি পরীক্ষায় ৭০ টাকা, বেসরকারিতে ডায়াগনস্টিক ভেদে ৫০০ থেকে ৭০০ টাকা খরচ পড়ে। সরকারিতে এসজিওটি ৭০, বিলোরুবিন ৬০, ক্যালসিয়াম ৮০, লিপিড প্রোফাইল ৩০০, ইউরিন/এমই ২০, টি থ্রি ২০০, এফটি থ্রি ২০০ ও টিএইচএস ২৫০ টাকা। অপরদিকে পপুলার, পদ্মা বা ল্যাবএইডের মতো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা প্রতি সর্বনিম্ন ৫০০ থেকে ১ হাজার টাকা লাগে।

সরকারিতে রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন, বুকের এক্সরের জন্য ২০০ টাকা খরচ হলেও বেসরকারিতে একই পরীক্ষার জন্য ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা খরচ পড়ে। সরকারি হাসপাতালে মাথার এক্সরের খরচ ১৫০ টাকা, বেসরকারিতে ৮০০ থেকে ১২০০ টাকা। কোমর বা অ্যাবডোমেন এক্সরে করতে সরকারিতে ২০০ থেকে ৩০০ টাকা, বেসরকারিতে ৯০০ থেকে ১২০০ টাকা খরচ হয়।

সরকারি হাসপাতালে ব্রেনের সিটি স্ক্যান করাতে ২ হাজার টাকা, বেসরকারিভাবে ৮ হাজার ৯ হাজার টাকা খরচ হয়। সরকারিতে এমআরআই ৩ হাজার হলেও বেসরকারিতে ডায়াগনস্টিক সেন্টারভেদে তা ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত লাগে। সরকারিতে আল্ট্রাসাউন্ড পরীক্ষা খরচ হয় ১১০ থেকে ২২০ টাকা, বেসরকারিতে লাগে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল আহসান বলেন,আমাদের এখানে বর্তমানে যক্ষা পরিক্ষা,রবিএস এবং এক্স-রে চালু আছে বাকি গুলো ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলে চালু করা হবে। আমি যখন দক্ষিণ সুরমা উপজেলায় ছিলাম তখন সেখানে সব ধরনের টেস্ট সেবা ঊর্ধ্বতন মহলে কথা বলে চালু করেছিলাম। তবে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা শাখার জন্য নিদিষ্ট জনবল না থাকার কারণে এই সেক্টরে সমস্যা দেখা দেয়।

সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খান বলেন, আমাদের হাসপাতালে দুইএজন ল্যাব টেকনিশিয়ান থাকলেও এক্স-রে করার জন্য কোনো রেডিওগ্রাফার নেই। এ ছাড়াও ছয় মাস থেকে আমাদের এখানে আল্ট্রাসনোগ্রামের টেস্ট করানোর জন্য কোনো চিকিৎসক নেই। জনবল সংকটের বিষয়টি বার বার ঊর্ধ্বতন মহলে জানিয়েও কোনো ফলাফল পাচ্ছি।

এ বিষয়ে সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মোহাম্মদ আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি।

Back to top button