বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে ১৩ দিন ধরে নিখোঁজ, চট্রগ্রামে মিললো খবর

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারের দুবাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. জাবির আহমদ (২০) গত তেরো দিন থেকে নিখোঁজ থাকার পর চট্রগ্রামের পাহাড়তলীতে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভিডিও কলে কথা বলে পরিবারের সদস্যরা তার ব্যাপারে নিশ্চিত হোন। বর্তমানে তাকে সেখান থেকে উদ্ধার করতে তারা চট্রগ্রামের পথে রয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরের নিখোঁজ জাবিরের ভাই জামিল আহমদ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করে জানান, তারা ভিডিওকলে দেখেছেন তার ভাই বিপর্যস্ত এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। তাকে কাছে পাওয়ার পর বিস্তারিত জানাবেন।

নিখোঁজ কলেজ শিক্ষার্থী মো. জাবির আহমদ উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মো. আজমান হোসেনের ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুবাগ স্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে। ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা-মাসহ স্বজনরা উদ্বেগ-উৎকন্ঠায় ছিলেন।

এদিকে, জাবির নিখোঁজের ঘটনায় গত ১২ অক্টোবর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো। পরে বিভিন্ন গনমাধ্যমে নিখোঁজ জাবিরের পরিবারের সদস্যরা সে নিখোঁজ নয় দাবী করে অপহরনের অভিযোগ আনেন।

Back to top button