বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ২, নিয়মিত মামলার ১ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের আইছ আলীর পুত্র জুয়েল আহমদ, দক্ষিণ পাড়িয়াবহরের আনছার আলীর পুত্র আফতাব আলী, ঘুঙ্গাদিয়া নয়াগাঁওয়ের সিরাজ উদ্দিনের পুত্র রুহুল আমিন মিছবাহ, নয়াগামের মৃত আতর আলীর পুত্র দিলকদর ও বড়লেখা চান্দগ্রামের আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পারিঃ জারী-২৫২/২৩ মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত আসামী জুয়েল আহমদ, জিআর-১২১/২৩ মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত আসামী আফতাব আলী, বিয়ানীবাজার থানার মামলা এজাহার নামীয় আসামী রুহুল আমিন মিছবাহ (৩০) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের অভিযোগে লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর মৃত আনছার আলীর ছেলে আফতাব আলী, পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত আতর আলীর ছেলে দিককদর ও বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার আব্দুল আজিজের পুত্র হোসেন আহমদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ১৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button