হাসপাতালে হামলার ঘটনায় প্রণব চন্দ্র দাসের মৃত্যু, ২ জনকে আসামী করে মামলা

মৌলভীবাজারের বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী প্রণব চন্দ্র দাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব চন্দ্র দেবনাথ।
এ ঘটনায় অভিযুক্ত মাশরাফি আলম মাহী(২৪) ও ফাহিম আহমদ(২৫) কে আসামী করে বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করেছে প্রণব চন্দ্র দাসের পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের তৃতীয় তলায় ১২ বছর থেকে ১৭ বছর বয়সীদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছিল। দুপুরের দিকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাশরাফি আলম মাহী ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নিতে লাইন ছাড়াই বুথে প্রবেশ করে টিকা দিতে বলেন।
এ সময় প্রণব চন্দ্র দাস তাকে লাইনে যেতে অনুরোধ জানান। এতে সে ক্ষিপ্ত হয়ে প্রণব চন্দ্র দাস ও টিকা কার্যক্রমে নিয়োজিত নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান। কিছুক্ষণ পর মাশরাফি আলম মাহী প্রণব দাসকে ডেকে হাসপাতালের নিচে নামিয়ে আনেন। নিচে আগে থেকে ওতপেতে থাকা তার বন্দু ফাহিম আহমদ ও আরও ৭-৮ যুবক তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস জানান, জোরপূর্বক টিকা নিতে ব্যর্থ হয়ে কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে হাসপাতালের কর্মচারী প্রণব চন্দ্র দাসকে বেধড়ক মারধর করেন। এতে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, এ ঘটনায় প্রণব চন্দ্র দাসের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের ধরতে অভিযান চলছে, জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।