বিয়ানীবাজারে এইচএসি-আলিম পরীক্ষায় জিপিএ-৫ ছড়াছড়ি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এইচএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮৬.৪৬ শতাংশ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন ২৪৩০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হোন। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৮জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা পেয়েছেন ১০৬টি জিপিএ -৫। পাশের হারেও উপজেলার মধ্যে এগিয়ে রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলায় আলিম পরীক্ষায় অংশগ্রহন করেন ১৫৮জন শিক্ষার্থী তন্মধ্যে ১৪৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হোন, আলিমে পাশের হার ৯৩.০৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১২ জন শিক্ষার্থী। মাদ্রাসার মধ্যে পাশের হারে এগিয়ে বিয়ানীবাজার কামিল মাদ্রাসা তবে, জিপিএ ৫ বেশী পেয়েছে মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা।
বিয়ানীবাজার সরকারি কলেজের এমন ফলাফলে খুশি অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান। তিনি এসময় ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের সংশ্লিষ্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।