প্রবাস
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবক নিহত

টাইমস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জের যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম তুহিন মিয়া (২৬)। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দুবাই শহরের আলকুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন তুহিন।
তার স্বজনেরা জানান, তুহিন দুবাইতে থাকেন। রোববার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর স্থানীয় একটি হাসপাতালে উদ্ধার করে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। তুহিনের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।