বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

বিয়ানীবাজার টাইমসঃ বিভিন্ন ভূমিদাতাদের অনুদানে কেনা ভূমিতে অবশেষে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পৌর এলাকার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে কেনা জায়গায় ভিত্তি প্রস্থর স্থাপন করেন বিদ্যালয় সংশ্লিষ্ট দায়িত্বশীল ও বিভিন্ন অতিথিবৃন্দ।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক নুরুল আলম সেলিমের সভাপতিত্বে যুগ্ন সচিব ডাঃ আবু ইসহাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইন উদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত টিপু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার ওয়েলফার ট্রাস্ট ইউকে দায়িত্বশীল ইকবাল হোসেন, শ্রীধরা জনকল্যাণ সমিতির সভাপতি খসরুজ্জামান, বিয়ানীবাজার গনদাবী পরিষদের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষক কবির আহমদ, সমাজসেবক আবু নাসের বাবর, ক্রীড়া সংঘটক আবুল হোসেন খসরু, ভূমিদাতা সদস্য ডাঃ মাছুম আহমদ, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহিদুর রহমান শাহীন, কানাডা প্রবাসী আকিব মাহমুদ তাপাদার, সাবেক ইউপি সদস্য আব্দুন নুর প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক মহসিন আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সচিব আবু আহমদ সাহেদ। ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল করিম হক্কানি।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হবে ঘোষনার পর থেকে বিভিন্নজন বিভিন্নভাবে সহযোগীতা করেছেন, বিশেষ করে ভূমিদাতা সদস্যদের অনুদানের টাকায় এগিয়ে যাচ্ছে বিদ্যালয়টি স্বয়ংসম্পূর্ন হওয়ার কাজ। ভূমিদাতাদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরন করে বিদ্যালয়ের উদ্দ্যোক্তা সদস্যরা বলেন, আগামীতে আরও অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্দ্যোক্তা সদস্য ইফজাল হোসেন শামীম, ভূমিদাতা সদস্য ডাঃ শিব্বির আহমদ সুহেল, রোটারিয়ান আব্দুল বাতিন, রোটারিয়ান আনোয়ার হোসেন খান, রোটারিয়ান কামাল হোসেন, রোটারিয়ান হাসান আহমদ, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান আবু বক্কর সিদ্দিকী, বিদ্যালয়ের উদ্দ্যোক্তা সদস্য জয়নাল আবেদীন, গুলজার আহমদ রাহেল, লুৎফুর রহমান, তাজ উদ্দিন কুটি, অভিভাবক সদস্য রফিকুল আলম রিপন, উদ্দ্যোক্তা সদস্য আব্দুল কুদ্দুস, সাইফুদ্দিন নোমান, গোলাব শাহ কিশোর সংঘের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আবু খালেদ নান্টু, রাশেদ খান নাবিল, আব্দুল বাসিত, বিদ্যালয়ের শিক্ষক আবু সালেহ মোহাম্মদ মহসীন, প্রানেশ চন্দ্র শীল, আব্দুল মুমিত নিপু, বিদ্যালয়ের উদ্দ্যোক্তা সদস্য মস্তাক আহমদ কাজল, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, আকবর হোসেন লাভলু, আবু তাহের, বদরুল ইসলাম প্রমুখ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যাহারা (প্রতি এক শতক জমির মূল্য চার লক্ষ ৫০০০০ টাকা) ভুমি কিনে দিয়ে সহযোগিতা করেছেন তাদের নাম ঘোষণা করা হয়। যথাক্রমে, সুয়েব উদ্দিন সহিব আমেরিকা গ্রাম:শ্রীধরা, ফয়জুর রহমান, লন্ডন গ্রাম: খাশা। কবির মাহমুদ, লন্ডন গ্রাম:শ্রীধরা।কামাল উদ্দিন সালেহ, আমেরিকা মিশিগান গ্রাম: মোল্লাগ্রাম। হাফিজুর রহমান হীরা, আমেরিকা গ্রাম: খাসা। আব্দুস সামাদ, গ্রাম :কসবা। আতিকুর রহমান (মাস্টার) আমেরিকা গ্রাম :ঘুঙ্গাদিয়া। ইফতিখার আহমদ, লন্ডন বার্মিংহাম গ্রাম: খাশা। আবু হাসনাত, লন্ডন গ্রাম :খাশা। ডাক্তার শিব্বির আহমাদ সুয়েল, দাসউরা বর্তমানে দাসগ্রাম। ডাক্তার মাছুম আহমেদ, দাসগ্রাম। আলহাজ্ব বাজিদুর রহমান, লন্ডন, গ্রাম :শ্রীধরা। আবেদুর রহমান শিমু, লন্ডন, ঘুঙ্গাদিয়া। ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, লন্ডন, গ্রাম : চারখাই আদিনাবাদ
ডাক্তার আবু ইসহাক আজাদ,গ্রাম : নয়াগ্রাম। ডাক্তার আবুল ফয়েজ আলী আহমদ রুবেল গ্রাম :চন্দ্রগ্রাম মোহাম্মদ জামিল আহমদ, মন্ট্রিয়াল কানাডা গ্রাম: কসবা। হাবিবুর রহমান ময়না, লন্ডন গ্রাম ঘুঙ্গাদিয়া। ডাক্তার মনোজ্জিরআলী, গ্রাম: নয়াগ্রাম। সাহেদ আহমদ লন্ডন গ্রাম: শ্রীধরা। করিম উদ্দিন, লন্ডন, গ্রাম : সুপাতলা। বিলাল মোহাম্মদ ফাহিম টুনা, লন্ডন, গ্রাম: ঘুঙ্গাদিয়া আবু আহমদ সরওয়ার, লন্ডন গ্রাম: চন্দ্রগ্রাম। আরো যারা ভূমিপ্রধান করবেন ঘোষণা দিয়েছেন আশেক আহমদ আসুক, লন্ডন গ্রাম :কসবা আলহাজ্ব বদরুল হক, লন্ডন গ্রাম :কসবা। ফারুকুল হক, সাবেক মেয়র, আমেরিকা গ্রাম :কসবা। নিজাম উদ্দিন, আমেরিকা, গ্রাম: খাশা। মুহিবুর রহমান রুহুল, আমেরিকা গ্রাম: কসবা। জয়নাল উদ্দিন আহমদ, আমেরিকা, গ্রাম :খাশা পন্ডিত পাড়া। ব্যারিস্টার জহির মোহাম্মদ আশাজ,লন্ডন গ্রাম: শ্রীধরা। অনুষ্ঠানে সুধীজনরা
বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে উক্ত বিদ্যালয়র উদ্যোক্তা সদস্য ভূমি দাতা সদস্য সহ সকল দাতা সদস্যগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।