বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে চলছে দূর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে আজ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও নবমী শেষে দশমী আজ, মা দূর্গাকে বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা উৎসব। উপজেলার বিভিন্ন মন্ডবে ঘুরে উৎসবের আমেজ দেখা গেছে। সকল সনাতন ধর্মাবলম্বীরা এই এলাকায় সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন।

মন্ডবে মন্ডবে বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খবর রাখছেন। লাউতা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে যান লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। তিনি বলেন, ইউনিয়নে ১০টি মন্ডবের খবরাখবর তিনি সবসময় রাখছেন যাতে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

এদিকে, দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মন্ডবে মন্ডবে তদারকির জন্য বিভিন্ন স্তরের একজন কর্মকর্তা ও আনসারের পাশাপাশি পুলিশকেও রাখা হয়েছে। তারা দিন রাত মন্ডবে সশরীরে থেকে নিরাপত্তা দিচ্ছেন।

উল্লেখ্য, আজ রবিবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উত বিয়ানীবাজার উপজেলায় এবার ৪৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা পালন করবেন সনাতন ধর্মালম্বীরা। এর মধ্যে ৩৫টি সর্বজনীন এবং ৯টি ব্যক্তিগত পূজা মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। বিয়ানীবাজার পৌরসভায় ৭টি মন্ডপে এবার পূজা উদযাপন করা হবে। অবশিষ্ট মণ্ডপ উপজেলার প্রত্যন্ত এলাকায় রয়েছে।

Back to top button