বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার ছোট ভাই হত্যাকারি বড় ভাই আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ছোট ভাই আবিদ হত্যার মূল আসামী বড় ভাই আব্দুল কাদির ওরফে কাদির মিয়াকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী খবরটি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে আব্দুল কাদির পলাতক ছিলেন। নিহত আদিল হোসেন ও ঘাতক আব্দুল কাদির দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের মখলিছ হোসেনের পুত্র।

গত বুধবার আদিল হত্যার ঘটনায় তার স্ত্রী সুবানা বেগম বাদি হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৬/২৪) দায়ের করেন। মামলা একমাত্র আসামী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে থানা পুলিশ তৎপর ছিল। মামলার তদন্তকারি কর্মকর্তা শিমুল রায় তথ্য প্রযুক্তির সহায়তায় গজুকাটা এলাকা থেকে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে। শনিবার হত্যা মামলার একমাত্র আসামী আব্দুল কাদিরকে আদালতে প্রেরণ করা হলে আদালত ১৬৪ ধারায় জবানবন্ধি রেকর্ড করেন। পরে পুলিশ জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে, পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরন করেন।

Back to top button