বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিনের উদ্দ্যোগে কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগীতা সম্পন্ন

বিয়ানীবাজার টাইমসঃ চিন্তার দিগন্তকে উন্মুক্ত করতে এবং সমাজে পবিত্র কোরআনের চর্চা ছড়িয়ে দিতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্দ্যোগে ৬ লক্ষ ৪৫ হাজার টাকার প্রাইজমানির বিগ ইভেন্ট কোরআন ও ইসলামিক জ্ঞান প্রতিযোগীতার পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে দুই উপজেলার ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশগ্রহন করেন তিন হাজার পরীক্ষার্থী।

এমন পরীক্ষার মাধ্যমে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষের মধ্যে স্রষ্টার দেয়া কিতাব কোরআনের জ্ঞানের পরিধি বাড়াতে এই উদ্দ্যোগ গ্রহন করেন। তিনি আশা করেন, সমাজে কোরআনের আলো ছড়িয়ে পড়লে বৈষম্য কমে ভ্রাতৃত্ববোধ বাড়বে।

পরীক্ষায় শিশু-কিশোর শিক্ষার্থী ছাড়াও যুবক-তরুন শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশগ্রহন করেছেন বলে জানান প্রকল্পের পরিচালক মুফাচ্ছির আহমদ ফয়জী।

শনিবার চুড়ান্ত পরীক্ষার সময় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিযোগিতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রতিযোগীতার দায়িত্বশীল এবং বিভিন্ন অতিথিবৃন্দ। তারা এসময় বিয়ানীবাজারের কৃতি সন্তান মুহাম্মদ সেলিম উদ্দিনের এমন উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ উন্মোচিত করতে এবং কোরআনের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে এমন উদ্দ্যোগের বিকল্প নেই। পরীক্ষা পরিদর্শন করেন, জিলালুল কোরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম, পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বিয়ানীবাজার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহিল বাকি চৌধুরী, প্রকল্প পরিচালক মুফাচ্ছির আহমদ ফয়েজী, পরীক্ষা পরিচালনা কমিটির সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুকন উদ্দিন।

Back to top button