বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে কাজ করছে প্রশাসন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নের্তৃত্বে উপজেলার বৈরাগীবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বিভিন্ন অনিয়মের কারনে ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এসময় প্রাথমিকভাবে অনেক ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করে দেন অনেকে। অভিযানে পুলিশের একটি দল সহযোগীতা করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে প্রশাসনের বাজার তদারকি অভিযান নিয়মিত হবে, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

Back to top button