শ্রদ্ধা ভালোবাসায় সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনকে চিরবিদায়

বিয়ানীবাজার টাইমসঃ শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন। বিয়ানীবাজার পৌর শহরের দীর্ঘ দিনের এক পরিচিত নাম এমন বিদায়ে শোকের ছায়া বইছে সর্ব মহলে তাই তো এদিন আবেগ আর মলিন চেহারা নিয়ে জানাযায় উপস্থিত হোন হাজারো মুসল্লী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযার নামাজে হাজারো মুসল্লীর উপস্থিতিতে সর্বস্থরের জনসাধারণের অংশগ্রহণ করেন। এ সময় দীর্ঘ দিন বিয়ানীবাজার পৌরসভা পরিচলনা করে ন্যায় বিচার সহ যেসকল উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেগুলোর প্রশংসা করেন। এ সময় জানাজার নামাজ পড়ান তফজ্জুল হোসেনের মেঝো ছেলে আবু তারিক টিটু।
এর আগে মঙ্গলবার (৮অক্টোবর) দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন।
উল্লেখ্য, ২০০১ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়নসহ পাশ্ববর্তী ইউনিয়নের আংশিক অংশ নিয়ে পৌরসভা গঠিত হয়। বিয়ানীবাজার সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তফজ্জুল হোসেন সে সময় উচ্চ আদালতের এক আদেশে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান। টানা ১৭ বছর তিনি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত এক বছরের বেশি সময় থেকে তিনি বার্ধ্যক্ষজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।