বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারের সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন আর নেই

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক তফজ্জুল হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে সাবেক এই প্রশাসক তিন পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি তার কনিষ্ঠ পুত্র আফজাল হোসেন রিফাত নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৭ বছর বিয়ানীবাজার পৌরসভার দায়িত্বে থাকাকালীন সময়ে তফজ্জুল হোসেন ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানা উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখেছিলেন। এছাড়াও ২০১৭ সালের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন। ২০২২ সালে পৌরসভা নির্বাচনে অসুস্থ থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জীবনের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দেন।