বিয়ানীবাজারে এক লাফে কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা

সিনিয়র প্রতিবেদক ঃ সারাদেশে কাঁচা মরিচের কেজি যেখানে চারশত টাকায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে সিলেটের বিয়ানীবাজারে এক লাফে পাঁচশত টাকায় গিয়ে পৌছেছে কাঁচা মরিচের দাম। হঠাৎ করেই সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা। সিলেট শহরের কোথাও কোথাও চারশত থেকে চারশত পঞ্চাশ টাকায় কাঁচা মরিচ বিক্রি হলেও প্রবাসী অধ্যুষিত এই উপজেলাটিতে হঠাৎ করেই পাঁচশত টাকা কেজি ধরে বিক্রি করায় ক্ষোভে ফেঁসে উঠছেন সাধারণ মানুষ।
সরেজমিনে উপজেলাটির পৌর শহরের অবস্থিত বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যেখানে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ থেকে ৩০০ টাকা সেখান থেকে হঠাৎ করেই এক লাফে ৫০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে কেজি। দেশব্যাপী মরিচের দাম বাড়ায় ভারসাম্য রাখতেই নাকি দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা এমনটায় দাবি করছেন ক্রেতারা।
মিনহাজ আহমেদ নামের এক ক্রেতা বলেন, কাঁচা মরিচের কেজি পাঁচ শত টাকায় গিয়ে দাঁড়িয়েছে কোন পথে যাচ্ছি আমরা আল্লাহ ভালো জানেন। যেখানে ১০০ টাকার ভেতরে চাল পাওয়া যায় সেখানে মরিচের এমন দাম হাস্যকর ছাড়া কিছুই না।
আব্দুল করিম নামের এক ভাসমান ব্যবসায়ী বলেন, আমাদের মরিচ কিনতে হয় চারশত টাকার বেশি দাম তাই পাঁচশত টাকায় বিক্রি করা ছাড়া উপায় নেই। সম্প্রতি হঠাৎ বন্যায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তা ছাড়া ও আমাদের মতো ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছে ২ থেকে ৫ কেজির বেশি মরিচ বিক্রি করছে না কেউ। ক্রেতাদের চাহিদা পুরণ করতে না পেরে নিজেদের খারাপ লাগছে।