জৈন্তাসিলেট

জৈন্তাপুরে ১৯ বিজিবি’র অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি: ১৯ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পন্য সামগ্রী আটক করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অপরাধে ৩জনকে আটক করা হয়েছে বলে বিজিত নিশ্চিত করেন। ৫ই অক্টোবর শনিবার সিলেট জেলার আখালিয়াস্থ ১৯ বিজিবি’র পক্ষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বিওপির অভিযানে এসব পণ্য ও তিন জনের আটকের কথা বলা হয়।

১৯ বিজিবি সূত্রে জানায়, গত ৩রা অক্টোবর থেকে ৫ অক্টোবর পৃথক অভিযানে সুরইঘাট ও সোনারখেওর বিওপির বিশেষ টহল দল চাঙ্গিল, চতুল ও মিকিরপাড়া নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ২৩ শত কেজি ভারতীয় চিনি আটক করা হয়। আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা সমপরিমাণ।

৪ঠা অক্টোবর জৈন্তাপুর বিওপির পৃথক দুইটি অভিযানে চাংঙ্গীল ও কমলাবাড়ী হত পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় চিনি ও ৬টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা সমপরিমাণ।

লালাখাল বিওপির শূন্য লাইনের কুফরীর জুম ও ইউনুসের জুম নামক স্থান হতে পরিত্যাক্ত অবস্থায ৬হাজার ৭ শত ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ১২ হাজার টাকার সমপরিমাণ।

৫ই অক্টোবর পৃথক তিনটি অভিযানে জৈন্তাপুর বিওপির ঘিলাতৈল এলাকা হতে মালিক বিহীন ১৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা সমপরিমাণ।

চাঙ্গীল নামক স্থান হতে একটি মাইক্রোবাস হতে ৮ হাজার ৯ শত ৬৪ পিস চকলেট ও ডেজার্ট সামগ্রী আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ টাকা সমপরিমাণ।

সুরইঘাট বিওপি ও সেনাবাহিনীর যৌথ টহলে হরিপুর বাঘের সড়ক এলাকা হতে ৩২০ বস্তা ভারতীয় চিনি সহ ৩জনকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লক্ষ টাকা সমপরিমাণ।

১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মো. আসাদুন্নবি পিএসসি বলেন, আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত তিনদিনে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার পন্য আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

Back to top button